র‌্যাব-৮ এর অভিযানে পটুয়াখালী বিপুল পরিমান কারেন্ট জাল, মা ইলিশ ও নৌকা জব্দ

র‌্যাব-৮ এর অভিযানে পটুয়াখালী বিপুল পরিমান কারেন্ট জাল, মা ইলিশ ও নৌকা জব্দ
আব্দুল আলীম খান পটুয়াখালী প্রতিনিধিঃইলিশের বংশ বিস্তারে (গত ৯ অক্টোবর থেকে ৩০অক্টোবর পর্যন্ত) সরকারি ঘোষনা অনুযায়ী মা ইলিশ নিধন বন্ধে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল ইসলাম ও জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদ উল্লাহ এর নেতৃত্বে ১২ অক্টোবর বেলা ৩টা হতে রাত ৮টা পর্যন্ত পটুয়াখালী জেলার বাউফল থানাধীন কারখানা নদীতে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে উক্ত স্থান হতে ১টি মাছ ধরা নৌকার মধ্যে ৫০০০ মিটার কারেন্ট জাল, ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। অতপর উক্ত উদ্ধারকৃত আলামত সমুহের সঠিক মালিক না পাইয়া নির্বাহী ম্যাজিস্ট্রিট এর উপস্থিতিতে মাছ সমুহ স্থানীয় গরিব-দুঃস্থ্যদের মধ্যে বিতরণ করা হয়, ৫০০০ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ ধরা নৌকাটি ধ্বংস করা হয়। অসাধু জেলেরা সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে মা ইলিশ ধরছে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল এই অভিযানটি পরিচালনা করেন বলে ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোঃ রইছ উদ্দিন জানান। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জেলেরা আগেই পালিয়ে যায়। এরকম অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।